Assertive Sentence- বর্ননা মূলক বাক্য
সংজ্ঞাঃ যে বাক্য দ্বারা কোন কিছুর বর্ননা করা বুঝানো হয়ে থাকে তাকে ইংলিশে Assertive Sentence বলে ।
উদাহরনঃ মনি আজকে বাজারে গিয়ে মাছ ক্রয় করলো ।
মাজেদা সকালে ঘুম থেকে উঠলো ।
এক কথায় কোন কিছুর বর্ননা করা বুঝালে সেটি Assertive Sentence
Assertive Sentence প্রধানত দুই প্রকার
- Affirmative Sentence
- Negative Sentence
Affirmative Sentence মানে হ্যাঁ বোধক বাক্য অর্থাৎ কোন কিছু স্বীকার করা ।
Negative মানে না বোধক বাক্য অর্থাৎ কোন কিছু অস্বীকার করা ।
উপরের Menu থেকে আমরা Affirmative t negative রুপান্তর করা শিখবো ।
0 Comments