সংজ্ঞাঃ অতীত কালে কোন কাজ দীর্ঘ সময় ধরে চলিতেছিলো/হইতে ছিলো এমন বুঝালে সেটি Past Perfect Continuous Tense হয় ।
বাংলায় চেনার উপায়ঃ তেছিলো/তেছিলাম/তেছিলেন/কিন্তু এখানে সময়ের উল্লেখ থাকে ।
সাহায্যকারী Verb: Had been
গঠন প্রনালীঃ Subject + had been + মূল verb এর Present form + ing + object + since/for + Others
হইতে/থেকে বুঝালে Since বসে ।
যাবৎ/ধরে বুঝালে For বসে ।
উদাহরনঃ মাজেদা তিনদিন হইতে অংক করিতেছিলো
= Mazada had been doing sum since three days
আমি ১২ দিন যাবৎ গান গাইতেছিলাম
= I had been singing a song for 12 days
উপরোক্ত উদাহরন অনুপাতে আপনাদের বুঝতে যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যানাবেন ।
0 Comments