বাংলায় চেনার উপায়ঃ ব/বে/বেন ইত্যাদি
মাজেদা বাজারে যাবে ( এই বাক্যটিতে শেষে বে আছে সুতারাং এটি Future Indefinite Tense )
গঠন প্রনালীঃ Subject + Shall/will + মূল verb এর Present Form + Object + others বসাতে হবে ।
উদাহরনঃ মাজেদা ঢাকা যাবে ( এই বাক্যটির শেষে বে আছে সুতারাং এটি Future Indefinite Tense )
= Mazada will go to dhaka
তবে সব যায়গাতে will ব্যবহার করা হচ্ছে ভালো Shall ব্যবহার না করলেও চলবে । আর আপনাদের কোথাও বুঝতে যদি কোন সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করা হবে ।
0 Comments