Header Ads Widget

Future Continuous Tense

Future Continuous Tense

 Future Continuous Tense

সংজ্ঞাঃ ভবিষৎ কালে কোন কাজ শুরু হয়ে চলতে থাকবে এমন বুঝালে সেটি Future Continuous Tense হয় । 

যেমনঃ আগামি কাল বৃষ্টি হইতে থাকবে 

( এই বাক্যটিতে বলা হয়েছে বৃষ্টি হইতে থাকিবে সুতারাং এটি Future Continuous Tense হবে । 

বাংলায় চেনার উপায়ঃ তে থাকেবো/তে থাকিবা/ তে থাকিবেন ইত্যাদি 

সাহায্য কারী verb: Shall be/ Will be 

গঠন প্রনালীঃ Subject + Shall be/ Will be + মূল verb এর present form + ing + Object + Others 

 

উদাহরনঃ মাজেদা কাজটি করিতে থাকিবে 

             = Mazada will be doing the work 

( এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে the কোথা থেকে এলো তাহলে বলি শুনুন যখন কোন বাক্যতে ”টি, টা, খানা, খানি উল্লেখ থাকে তখন the বসাতে হবে । ) 

আর বাকি সব ক্ষেত্রে গঠন অনুপাতে বসানো হয়েছে । 


Post a Comment

0 Comments