Header Ads Widget

Present Perfect Tense

 

Present Perfect Tense

বর্তমানে কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে এমন বুঝালে সেটি Present Perfect Tense হয় । 

যেমনঃ মাজেদা বাজারে গিয়েছে

বাংলায় চনার উপায়ঃ য়াছি, য়াছ, য়াছেন, ছি, ছ, ছেন ইত্যাদি 

উদাহরনঃ মাজেদা বাজারে গিয়েছে ( এই বাক্যর শেষে দেখেন য়েছে আছে সুতারাং এটি Present Perfect Tense হয় । 

সাহায্য কারী Verb: Have/has

গঠন প্রনালীঃ Subject + have/has + মূল verb এর past participle form + object + others 

1st person হলে have বসে । 

2nd person হলে have বসে । 

3rd person singular number হলে has বসে । 

3rd person plural হলে have বসে । 

 

উদাহরনঃ মাজেদা বাজারে গিয়েছে 

             = Mazada has gone to market 

(এখানে Mazada 3rd person Singular number তাই সাহায্য কারী verb হিসেবে has বসেছে এবং মূল verb এর Past participle বসানো হয়েছে । )

                আমি ভাত খেয়েছি 

              = I have eaten rice

(এখানে I 1st person তাই সাহযী কারী verb হিসেবে have বসানো হয়েছে এবং মূল verb এর past participle বসানো হয়েছে ) 

আশা করি আপনাদের বুঝতে কোন সমস্যা হবেনা এবং যদি কোন সমস্যা মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমরা সমাধান দিতে প্রস্তুত ।
 

Post a Comment

0 Comments