সংজ্ঞাঃ বর্তমানে কোন কাজ দীর্ঘ সময় ধরে হইতেছে অথবা চলিতেছে এমন বুঝালে সেটি Present Perfect Continuous Tense হয় ।
যেমনঃ আমি সাতদিন যাবৎ ভিডিও তৈরি করতেছি । ( এই বাক্যর মধ্যে সাতদিন সময়ের উল্লেখ আছে সুতারাং এটি Present Perfect Continuous Tense হয় ।
বাংলায় চেনার উপায়ঃ বাংলা বাক্যের শেষে তেছি, তেছো, তেছেন, কিন্তু এখানে সময়ের উল্লেখ বিদ্যামান থাকে ।
সাহায্য কারী verb: Have been/has been
গঠন প্রনালীঃ Subject + have been/has been + মূল verb + ing + object + since/for + others বসে ।
হইতে/থেকে বুঝালে Since বসে ।
যাবৎ/ধরে বুঝালে for বসে ।
উদাহরনঃ আমি সাতদিন যাবৎ ভিডিও তৈরি করতেছি
= I have been making video for seven days ( উপরের বাক্যতে বলা হয়েছে যাবৎ সুতারাং এখানে for বসানো হয়েছে )
মাজেদা সাত ঘন্টা হইতে কাজটি করতেছে
= Mazada has been doing the work since seven hours
( বাক্যর শেষে তেছে আছে এবং সময় উল্লেখ আছে সুতারাং এটি Present Perfect Continuous Tense হয় ।
কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
0 Comments