Header Ads Widget

Past Perfect Tense

Past Perfect Tense

 Past Perfect Tense

সংজ্ঞাঃ অতীত কালে কোন দুইটি কাজ আগে/পরে সম্পূর্ন হয়েছিলো এমন বুঝায় তাহলে বুঝতে হবে সেটি Past Perfect Tense হয় । 

বাংলায় চেনার উপায়ঃ বাংলা বাক্যর শেষে ল, লা, লে, লেন, ত, তাম, তে,তেন কিন্তু এখানে দুইটি কাজ উল্লেখ থাকে 

উদাহরনঃ মাজেদা আসার পরে রোগিটি মারা গেলো 

( উপরে বাক্যটিতে দুইটি কাজ উল্লেখ আছে সুতারাং আমাদের বুঝতে হবে এটি Past Perfect Tense ) 

সাহায্যকারী verb: Had 

গঠন প্রনালীঃ Subject +  had + মূল verb এর past participle form + object + after/before + 2nd Sentence সে । 

আগে/পূর্বে বুঝালে Before বসে । 

পরে বুঝালে After বসে । 

যে কাজটি আগে হয় সেটি Past Perfect Tense হয় ।

যে কাজটি পরে হয় সেটি Past Indefinite Tense হয় । 

উদাহরনঃ মাজেদা এখানে আসার পরে আমি ভাত খাইলাম 

             = Mazada had come after I ate rice 

( মাজেদা এখানে আসার কাজটি আগে হয়েছে তাই এটি Past Perfect Tense এবং আমি ভাত খাইলাম এটি পরে সম্পূর্ন হয়েছিলো সুতারাং এটি Past Indefinite Tense আশা করি বুঝতে পেরেছেন )


(এক কথায় যে কাজটি আগে হবে সেটি আগে লিখতে হবে আর যে কাজটি পরে হবে সেটি পরে লিখতে হবে )

Post a Comment

0 Comments