Header Ads Widget

Past Indefinite Tense

 

Past Indefinite Tense
 Past Indefinite Tense 

সংজ্ঞাঃ সাধারন অতীত ঘটনাকে Past Indefinite Tense বলে । 

যেমনঃ এই মাত্র যে কাজগুলো শেষ হয়ে গেলো সেই কাজগুলো Past Indefinite Tense হয় । 

উদাহরনঃ মাজেদা ভাত খাইলো 

                 মাসুদ ঢাকা গেলো 

বাংলায় চেনার উপায়ঃ বাংলা বাক্যর শেষে ল, লাম, লে, লেন, ত, তাস, তাম, তেন ইত্যাদি অক্ষর বিদ্যমান থাকে । 

 

মাজেদা ভাত খাইলো ( এই বাক্যটির শেষে লো আছে সুতারাং এই বাক্যটি Past Indefinite Tense ) 

মাজেদা প্রায় ঢাকা যাইতো ( এই বাক্যটির শেষে তো আছে সুতারাং এই বাক্যটি Past Indefinite Tense )

 

গঠন প্রনালীঃ Subject + মূল verb এর Past Past form  + Object + Others বসে । 

Example: মাজেদা ভাত খাইলো

             = Mazada ate rice

( মাজেদা Subject খাইলো মূল verb তাই eat থেকে ate বসানো হয়েছে ভাত Object তাই rice বসানো হয়েছে । 

অতীত কালে ব্যক্তি যদি কোন অবস্থানে ছিলো এমন বুঝায় তাহলে বুঝতে হবে সেটিও Past Indefinite Tense 

যেমনঃ মাজেদা শিক্ষিকা ছিলেন ( এখানে মাজেদা নিজেই একটা অবস্থানে ছিলেন তাই এখানে মূল verb হিসেবে Was/were বসাতে হবে । 

1st person হলে was বসাতে হবে ।

2nd persn হলে were বসাতে হবে ।

3rd person singular number হলে was বসাতে হবে । 

3rd person plural হলে were বসাতে হবে । 

person না বুঝলে person শিখে নিতে পারেন । 


Example: মাজেদা শিক্ষিকা ছিলেন

              = Mazada was teacher 

Mazada 3rd person singular number তাই এখানে মূল verb হিসেবে was বসানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন । 


আবার ব্যক্তির যদি অতীতে কোন কিছু ছিলো এমন বুঝায় তাহলে  সেটি Past Indefinite Tense হয় । সে ক্ষেত্রে মূল verb হিসেবে had বসে । 


Example: মাজেদার একটি গরু ছিলো 

             = Mazada had a cow 


আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে কমেন্ট করে জানিয়ে দেবেন সমাধান করে দেওয়াও চেষ্টা করা হবে ।


 



Post a Comment

0 Comments