Header Ads Widget

Past Continuous Tense

Past Continuous Tense

 Past Continuous Tense

সংজ্ঞাঃ অতীত কালে কোন কাজ হইতেছিলো বা চলিতেছিলো এমন বুঝালে সেটি Past Continuous Tense হয় । 

যেমনঃ মাজেদা এক সময় গান গাইতেছিলো 

বাংলায় চেনার উপায়ঃ তেছিলো/তেছিলাম/তেছিলেন ইত্যাদি 

উদাহরনঃ মাজেদা ভাত খাইতেছিলো

( এই বাক্যটি Past Continuous Tense কারন এই বাক্যটির শেষে তেছিলো উল্লেখ আছে ) 

গঠন প্রনালীঃ Subject + was/were + মূল verb এর present form + ing + Object + others 

1st person হলে was বসে । 

2nd person হলে were বসে । 

3rd person হলে was বসে । 

3rd person plural হলে were বসে । 

উদাহরনঃ মাজেদা বাজারে যাইতেছিলো 

             = Mazada was going to market ( উপরোক্ত গঠন অনুসারে এই বাক্যটি তৈরি করা হয়েছে ) 

                আমি নদীতে মাছ ধরিতেছিলাম  

              = I was catching fish in the river 

আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর না বুঝে থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ।



Post a Comment

0 Comments