বর্তমানে কোন কাজ হচ্ছে বা চলছে বা চলমান আছে এমন বুঝালে সেটি Present Continuous Tense হয় ।
যেমনঃ মাজেদা গান গাইতেছে ( এই কাজটি চলমান আছে সুতারাং এটি Present Continuous Tense হয় । )
বাংলায় চেনার উপায়ঃ বাংলা বাক্যর শেষে তেছি, তেছো, তেছেন, ইত্যাদি থাকে
উদাহরনঃ মাজেদা গান গাইতেছে ( এই বাক্যটির শেষে তেছে আছে সুতারাং এটি Present Continuous Tense হয় । )
সাহায্যকারী verb: Am/is/are
গঠন প্রনালীঃ Subject + am/is/are + মূল verb এর present form + ing + object + others
1st person হলে am বসে
2nd person হলে are বসে
3rd person singular হলে is বসে
3rd person plural হলে are বসে
যারা Person বুঝেন না তারা অবশ্যই Person Menu তে গিয়ে Person শিখে নিবেন ।
উদাহরনঃ মাজেদা স্কুলে যাইতেছে
= Mazada is going to school
( Mazada এখানে 3rd person singular number তাই এখানে is বসানো হয়েছে । গঠন প্রনালী অনূপাতে বসানো হয়েছে আশা করি বুঝতে পেরেছেন ।
তুমি গান গাইতেছো
= You are singing a song
(You এখানে 2nd person তাই are বসানো হয়েছে আর বাকি সব গঠন অনূপাতে বসানো হয়েছে)
বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ।
0 Comments