Present Indefinite Tense - ( বর্তমান কাল/সময় )
বর্তমান কাল অথবা সময়কে Present Indefinite Tense বলে ।
বাংলায় চেনার উপায়ঃ ই,য়,এ,ও,র = এগুলো বাংলা বাক্যর শেষে থাকবে বা এগুলো মতো উচ্চারন হবে ।
যেমনঃ আমি ভাত খাই ( এই বাক্যর শেষে ( ই ) আছে সুতারাং এটি Present Indefinite Tense হয়
গঠন প্রনালীঃ Subject + মূল verb এর present form + object others
উদাহরনঃ আমি রংপুর যাই
= I go to rangpur ( যাই হচ্ছে মূল verb আর rangpur হচ্ছে Object আমি হচ্ছে Subject
আমরা ভাত খাই
= We eat rice ( এখানে আমরা হচ্ছে Subject খাই হচ্ছে মূল verb ভাত হচ্ছে Object )
Present Indefinite Tense এ Subjet টি যদি 3rd person singular number হয় তাহলে মূল verb এর শেষে s/es যোগ করতে হয় ।
(o, es, ss, ch) এগুলোতে es বসে । বাকি সব ক্ষেত্রে s বসে ।
উদাহরনঃ
মাজেদা স্কুলে যায়
= Mazada goes to school ( মাজেদা হচ্ছে 3rd person singular number সুতারাং go verb এর শেষে o আছে তাই es যুক্ত করে বাক্যটি সম্পূর্ন করা হয়েছে ।
মাজেদা বই পড়ে
= Mazada reads a book ( এখানে মাজেদা 3rd person singular number তাই read verb এর শেষে s যুক্ত করে বাক্যটি পরিপূর্ন করা হয়েছে ।
আপনাদের বুঝতে যদি কোন সমস্যা মনে হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন আশা করি আপনাকে সম্পূর্ন সহায়তা করা হবে ধন্যবাদ ।
0 Comments